পোস্টগুলি

ছুঁয়ে যাও নাবিকের হাত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছুঁয়ে যাও নাবিকের হাত

ছুঁয়ে যাও নাবিকের হাত এক সাগর নিকষ অন্ধকার বালুকাবেলায় হালভাঙা নাবিক আছি নিঃশব্দ পাহারায় তুমি এলে জাফরান আঁচলের ঘ্রাণ সর্বরিক্ত নাবিক তবে বুক চিতিয়ে মোহানায় তোমার কাছেই যাবো চলে জন্মান্তর ভালো লাগে না আর রণবাদ্য অর্থ যশের বিবমিষা দেমাক ধরো হাত জবালা যাই চলো কুশক্ষেত্রে শিখে নেবো ইতিহাস সত্য জন্মের যন্ত্রণার শরে উপহাস বিঁধে হবো সত্যকাম পিতা বাসনার বিভঙ্গ সকল তুমি নাও রত্নগর্ভা অনুচ্চারিত অক্ষরমালা তোমাকে দিলাম খুঁজে ফিরি কৈশোরের স্বপ্ন বোঝাই জাহাজ যেতে চাই যাবোই তোমার কাছে  জাফরান আঁচলের পাকে জড়িয়ে নাও ছেয়ে আসে ঝাঁকে ঝাঁকে মাস্তুলের সোহাগ সত্যের খোঁজে উন্মাদ তোমার দারুচিন চোখ দিশারী হবেই যত হালভাঙ্গা নাবিকের.....