পোস্টগুলি

ফুঁ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফুঁ

ফুঁ কোলাহল বারান্দায় অথই স্তব্ধবাক হাড়ভাঙা আলসেমি চুঁয়ে নেমে আসা স্বাদ রোদ ভেজা সন্ধ্যা কুড়িয়ে আনে স্নান মুখরতা ভেলায় খয়েরী রঙের উড়ন্ত রোদন চাঁদ ওঠা বাতাসে কোনো এক মায়াবী সাঁতার তোমার ওড়নায় জড়ানো কিশোরীবেলা এই তো পেতেছি হাত ছুঁয়ে দেখো মধুমাস বহর ইশারা মানেই তো চলে যাওয়া নয় মুহূর্ত বেঁধে রাখে ঘাসে ছড়ানো মৌনতা  বাসি গল্পের মালসায় এখনও জমে আছে আঁচ ফুঁ সকল পাড়ি দেয় কচি কলাপাতা রং ঝাঁকে ঝাঁকে নেমে আসা মহল্লায় কাকাতুয়া ঠোঁট খুঁটে খাওয়া সে তো আবহমান..... বাঁশির সুরে মনখারাপের উড়ো ছাই মরণফাঁদ দুয়ো দুয়ো..... বুকের ভেতর হরিৎ ঝিরিঝিরি আঁচলা জুড়ে আলো আলো.....