পোস্টগুলি

জল-বায়ু মাঠ-ঘাট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জল-বায়ু মাঠ-ঘাট

জল-বায়ু মাঠ-ঘাট জল বেমালুম হাপিস হবেই একদিন,খাল- বিল নদী-নালা ছিনতাই জমকালো। হাই ড্রেনে দুরন্ত গতি। ধুয়ে যাচ্ছে পবিত্রতা। লোপাট পুকুর, জলাশয়। অপচয় ভেসে যাচ্ছে। রুক্ষ ডাঙ্গা, নির্জলা ভূমি। আঁকিবুকি শাদা খাতায়। জল আঁকব। আহাম্মকি হাহুতাশ। জল... বায়ু ফানুস গুনছি দালান কোঠা। অরণ্য সাবাড়, পুরুষত্ব মতিভ্রম। বিষাক্ত ছোবলে ধুঁকছে বায়ু, আর কতক্ষণ? গিরগিটি চোখ, ধুঁয়ার চোটে - ফিনিস। হাপর টানা, বুকের ভেতর কাশির দমক, রক্তওঠা। খামচে ধরা, অতি লোভে তাঁতি ডোবা। উধাও বায়ু, মরু মরু... মাঠ অচিন শব্দ, জাদুঘরে। ধানের শীষ, সর্ষেফুল কুপোকাত। লাঙ্গল জোয়াল, বীজতলা আষাঢ়ে গল্প। গোরু বাছুর, রাখাল বাগাল নিরুদ্দেশ। মাঠ ঢেকেছে ফ্ল্যাট বাড়ি, শপিংমল। শৈশব চুরি, মাউস হাতে মাঠ আঁকছে সন্ততি। মাঠ দেখবো, মাঠ... ঘাট বাসি মড়া, চক্কর দিচ্ছে শকুন- চিল। কলসীর কানা, কথার কথা। পুকুর- দীঘি বলা বারণ, দূষণ ঘাঁটা। গ্রাম উজাড়, এল ই ডি বাল্বে মুখ লুকিয়ে ঘাটের মড়া। গাঁয়ের বউ- ঝি, ঘাটে জমায়েত, ব্যাকডেটেড। ঘাটের কপাল ফুটিফাটা, দেহান্তর। ঘাট খুঁজবো, ঘাট...