পোস্টগুলি

মরুতৃষার অজেয় ইশারা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মরুতৃষার অজেয় ইশারা

মরুতৃষার অজেয় ইশারা তারাদের মৌন মিছিলে হাঁটছে চাঁদ সূর্য যে তারাগুলো কবরে শুয়েছিল যে তারাগুলো পঞ্চভূতে হয়েছিল লীন যে তারাগুলো মাতৃগর্ভে অপেক্ষা করছিল সেই আপাত মৃত অথবা আগামী অদৃশ্য জানালা দিয়ে ঝুঁকে পড়েছে সবাই আমার সত্তার ভিতর আর এক সত্তায় শুনছি ছায়াদের পদধ্বনি  মনে পড়ছে কবেকার সেই পাড়াগাঁর দিনরাত একটা বেতাল নৃত্যের তালে আমার অহর্নিশ  আদি নেই অন্ত নেই বরাভয়ের পীঠে চেপে বসে আছি হে জাহানের বাদশা এত অলিগলি তোমার ঘূর্ণনের অবিরাম স্রোতে ভেসে যাচ্ছে দেওয়া নেওয়া পরম রহস্যের মানে খোঁজার অভিধান তোমার মুঠোয় ঘামের রুধির স্পর্শ জলে ডাঙ্গায় গাছে পাতায় পাতায় ধরা দাও অদৃশ্য মাধুরী পান কর আমার বুক চেরা মোহ অচেনা চারপাশ অচেনা আত্মীয় বান্ধব কথা রাখার দায় তারা হয়ে হেঁটে যাচ্ছে মিছিল মিছিলের গা বরাবর মিছিল পাকদন্ডী ওঠানামা তবুও নীরব হেঁটে যাওয়া কারা যেন বলেছিল কষ্ট যাবে সুবর্ণ পৌষমাস কুঁয়ো ভর্তি স্বপ্নগুলো বালতি তুলে মেপেছিল জল নির্ঘুম রাতের কাঁথা পান্ডুলিপির মতন সাজিয়েছিল সুডৌল খোয়াবনামা জিঞ্জির খোলা আঁতুড়ঘর আমাকে ডাকে না আর নির্বাসনে মেতে আছি নেই তো আ