পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জিন্নাত্আরা

জিন্নাত্আরা অফুরন্ত তাড়াহুড়ো জড়িয়ে আছি জড়িয়ে আছি বেনজির বেঁচে থাকা বেঁচে থাকি রাত্রিদিন যাওয়া আসা আসবে কবে জিন্নাত্আরা আধমরা সব ইচ্ছেদৌড় টগবগিয়ে টগবগিয়ে উড়ানমোহন গান ধরেছি গান গাইছি নিদাঘ সুরে তোমার আসা আসবে কবে জিন্নাত্আরা ঢেঁকিশালে সেই চিনেছি ওঠানামা ওঠানামা ঘেমো শরীর মানভাঙা পা  পায়ের নাচন হনহনিয়ে দোদুল আসা  আসবে কবে জিন্নাত্আরা  মুগ্ধ কিশোর ডুমুরতলে পথ হারিয়ে  পথ হারিয়ে ডাগর চোখে তোমায় পাওয়া  তোমায় পেয়ে ঘুমের ছুটি কেবল আসা  আসবে কবে জিন্নাত্আরা
  অনৈতিহাসিক  এই তো সমর্পিত আমার সমূহ পতন ভেদবমি বদরক্ত  সর্বোচ্চ প্রাচীন অসভ্য নগ্নতা নিকোটিন ঠোঁট চুল্লু পিয়াস ঢকঢক তৃপ্ত তুমি বিবিজান জন্মজমা ঋণ এই তো এসে দাঁড়িয়েছি বিপন্নতার ঢেঁকি ওঠানামা অনার্য পায়ের পাড় ক্রমাগত খোসা ছাড়িয়ে পরিশুদ্ধ হোক খুদদেহ  পায়ে পায়ে জেগে ওঠা শিরা যত উন্মুখ শতরঞ্জ সহ হাতে দাও নষ্টের ছাড়পত্র এই তো নিলাম শপথ হে জাহানের বাদশা আদিমতম আউরতের ধরেছি হাত দাও দাও ভ্রষ্টতার আপেল অনন্ত চরাচর বিল্বপত্র বেসামাল বড়ো ধুতরাই সম্বল বিবিজান পীঠে চড়ে শক্তমুঠো জড়িয়ে গলা পরিক্রমণ সবিশেষ অপলক শরবতি চাঁদ...
উচ্চতা উচ্চতার কথা ভাবলেই মনে পড়ে প্রিয় পাহাড়টার কথা এক শরীর ঘাম ঝরিয়ে একপেট ক্ষুধা হটিয়ে ঘুমহীন প্রয়াসে উপত্যকায় ক্লান্তিকে বন্ধক রেখে উচ্চতার বুকে আমরা ঠাঁই পেতে চেয়েছিলাম উচ্চতা বুঝিয়েছিল যন্ত্রণা জয়ের সহজপাঠ উচ্চতা জানিয়েছিল অস্তিত্বের গোপনকথা অনন্তকে মুঠোবন্দি করার কৌশলও আজ এ কোন উচ্চতা দেখছি জনাব পাকদন্ডি নেই অনুভবের মহর্ষি আঁচ নেই শীতল সরীসৃপ দুটি হাত রক্তচোষা ডাইনি চোখ ঘিরে থাকে সামূহিক উচ্চতা নাফরমানি মাফ করুন পাকদন্ডি বরাবর ঘ্রাণহীন ঘেমো পালক মুঠো মুঠো দাম্ভিক সংরাগ উবাচহীন অনুগত উচ্চারণ আর ঢাকপেটানো শব্দের মুজরো উচ্চতা নয় হুজুরে আলম প্রিয় পাহাড়টাকে দেখুন
সময় কোনও সকাল বিকেল ডাকে না আর হা পিত্যেশ বসে আছি কতবেলা দূরে কোথায় জ্যোৎস্না রাতের হিম গড়াগড়ি সময় জং ধরা দেহে অপলক আমাদের সকল চেয়ে থাকা আর নাগাড়ে বলে যাওয়া দিনরাতের গল্প ক্রমশ বোবা হয় কোনও এক রোদ মাখা দুপুর সামনে এসে দাঁড়ায় আমাদের বসে থাকা আর চেয়ে থাকা অজস্র সকাল বিকেলের গুঞ্জরণ শোনে গল্পেরা কথা বলে পরস্পর আমাদের নিশ্চুপ দহন স্বরলিপি খোঁজে অনড় সময় ক্রমে জল হয় চলো আমরা জলের গল্প শুনি