উচ্চতা


উচ্চতার কথা ভাবলেই
মনে পড়ে প্রিয় পাহাড়টার কথা
এক শরীর ঘাম ঝরিয়ে
একপেট ক্ষুধা হটিয়ে
ঘুমহীন প্রয়াসে উপত্যকায় ক্লান্তিকে
বন্ধক রেখে
উচ্চতার বুকে আমরা ঠাঁই পেতে
চেয়েছিলাম


উচ্চতা বুঝিয়েছিল যন্ত্রণা জয়ের সহজপাঠ
উচ্চতা জানিয়েছিল অস্তিত্বের গোপনকথা
অনন্তকে মুঠোবন্দি করার কৌশলও

আজ এ কোন উচ্চতা দেখছি জনাব
পাকদন্ডি নেই
অনুভবের মহর্ষি আঁচ নেই
শীতল সরীসৃপ দুটি হাত
রক্তচোষা ডাইনি চোখ
ঘিরে থাকে সামূহিক উচ্চতা

নাফরমানি মাফ করুন
পাকদন্ডি বরাবর ঘ্রাণহীন ঘেমো পালক
মুঠো মুঠো দাম্ভিক সংরাগ
উবাচহীন অনুগত উচ্চারণ
আর ঢাকপেটানো শব্দের মুজরো
উচ্চতা নয়

হুজুরে আলম প্রিয় পাহাড়টাকে দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি