মুক্তমঞ্চ

মুক্তমঞ্চ
           
রসিক বটগাছটি হাসছে তো হাসছেই 

উদর ঠাসা মাঠচরা গোরুদের জাবর কাটা
কুমারী পোয়াতির কলঙ্ক মোচন গলায় দড়ি
সারমেয়দের ভাদুরে সংগম ক্রিয়ার উল্লাস
সাত গাঁ ঘোরা ভিখিরির থপ্ করে বসে পড়া
এ সবেরই মুক্তমঞ্চ গাছটির ছায়াঘন তালুক

হাসতে হাসতে গাছটি মাথা ঝাঁকাচ্ছে
বয়স্ক পাতাগুলো খসে পড়ে টুপটাপ
ক্রমে গাছতলা শুনশান
ঝুপ্ করে নামে নীলসন্ধ্যা কৃষ্ণপক্ষের 
গাছটির তোবড়ানো গালে চুমু আঁকে 
প্রৌঢ়া বৃষ্টি ভাদ্রের 
বুড়ো হাবড়া বটগাছটির শরীরে বৃষ্টির জোয়ার
চকাস্ চকাস্ আবেশে গাছ বৃষ্টি ঠোঁট 

মুক্তমঞ্চ জেগে ওঠে বৃষ্টির উষ্ণ আলিঙ্গনে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি