মুখোশের দিনরাত্রি

মুখোশের দিনরাত্রি


ঘুরছে মুখোশ গ্রাম আর শহরে প্রতিক্ষণ
গভীর পতনের শব্দ অবিরাম বাজখাই
হে চক্রব্যূহ গ্রহণ করো আমার সমর্পণ
লবনাক্ত কষ গড়িয়ে তোমাকে ছুঁতে চাই 

রক্তচোষা চোখে বন্দি উত্তরাধিকার
আমার জাগরণ ছিঁড়ে খায় হানাদার
ঘুমন্ত সত্তায় আততায়ীর তাঁতবোনা
কচি কচি পাতায় মৃত্যুর প্রহর গোনা

দিনে রাতে হাটে বাজারে টহল দেয় ভয়
জলকেলি আঁকে অনিবার্য মৃত্যুর জয়
বিপন্ন মেঘ আর তারা পাড়ি দেয় দেশান্তর
মুখ ঢাকে বাঁচার গান পুড়ে ছাই বনান্তর

নিভু নিভু সলতেই দপদপ আলো চমকায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি