অপেক্ষা

অপেক্ষা


শেষ নেই কোনো অপেক্ষার
বাসি রুটি তরকারির মতো দিন চলে যায়
যে মেয়েটি বলেছিল দেখা হবে
অনিবার্য আবার
খরস্রোতায় খড়কুটো হয়ে সে ভেসে গেছে

ফাগুন চত্বরে নেমেছে শ্রাবণের মেঘ
নির্জলা অপেক্ষা ফুটিফাটা
তবুও কিছু কথা সুর খোঁজে

প্রাচীন কোনো মানবী ডাকে ইশারায়
সেজে ওঠে ঝুল জমা জানালার কপাট
সোহাগী বাতাস জানিয়েছে
নয় সুদূর চোখে চোখ রাখা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি