ভাদরগীতি

ভাদরগীতি 



মন রেখেছি খোলা জানালায়। সাঁঝের বেলা ডানা মেলেছি ভরাভাদরে। হৃদয় জুড়ে মনসামঙ্গলের গান। ছেঁড়া চাটাই কী আনন্দে নাড়ু বাউরী হাবু বায়েন। সুরের দোলায়
মিটমিটে লম্ফ জোনাকি কখন। সবাই মিলে
" কলাতলার ঘাটে ভেলা ভাসিতে লাগিল গো..."

সাঁঝের প্রহর এগিয়ে চলে। পোয়াতি বউ হাপুস রোদনে মেঘচরা উঠোনে। লতার ছোবলে
মরদ তার মড়া লখিন্দর। ভাদরধারা ঝমঝম
" কলাতলার ঘাটে ভেলা ভাসিতে লাগিল গো..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি