দুঃখ খোঁজে হাওয়ার রাত

দুঃখ খোঁজে হাওয়ার রাত


ভেঙে যায় হাওয়ার রাত। দুঃখ কুড়োতে
গান গাই, অবসর। জিভের ভিতরে 
বয়ে যায়, নদী। অসময়ের চোখের
তারা চিকচিক, সময়। আসা যাওয়া

কামরাঙা আলো, দেখাদেখি। অনিবার্য শ্বাস
গলে যায় জমাট স্বাদ। মেঘের ইশারায়
জ্যোৎস্নায় ভেজে মাঠ। দুঃখের বৈতরণী
গল্প শোনায়, অনর্গল। আলপথ চুপচাপ

ভেঙে যাওয়া, ইতিহাস। পাহাড় গড়ায় 
আহ্লাদী হাতে, ফলিত বিস্ময়। ডাকে রাত
নিবিড় চলা, অব্যয়। হতশ্রী আমাকে জাগাও
ভেঙে দাও, এইবেলা। বলো, জল জল...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি