জলের অলিন্দে ভাসে মেঘের উঁকিঝুঁকি

জলের অলিন্দে ভাসে মেঘের উঁকিঝুঁকি


মেঘভাঙা বৃষ্টিতে ভিজছে সমুদ্র
ভিজে যাওয়া উল্লাস ফুটিয়ে তুলছে ঢেউ
সারারাত ভেজা ঢেউয়ের মাতন দেখছি

সমুদ্রের দামাল দেহে জ্বলজ্বল করছে মেঘের হরেক বর্ণমালা
জলের গভীরে স্বচ্ছ বালির বিছানায় ঘুমিয়ে আছে অষ্টাদশী জলকন্যা
মেঘভাঙা বৃষ্টির ঘ্রাণে শিহরিত তার বালিশ
একরাশ জোনাকির জন্মগত আলো
ভাসিয়ে দিচ্ছে বালির শয্যা
জলকন্যার ঠোঁটে গড়িয়ে পড়ছে জলের কুচি
জলকন্যার অধরে সমর্পণের তিরতির কাঁপন
মেঘ বৃষ্টি আলো ঝুঁকে পড়ে মেপে নিচ্ছে সমুদ্রের গতিবিধি
ঢেউয়ের লম্ফঝম্ফ মুখর হলেই
মৌন সময়ের পাল্কীর পথ চলা 
বালির বিছানায় গড়া হবে বাসর
বৃষ্টি ফোঁটার আঁচে জেগে উঠবে জলকন্যার
দীঘল বুক
মেঘভাঙা বৃষ্টির ছোঁয়ায় রচিত হবে অভিনব প্রণয়ের পান্ডুলিপি
অগাধ জলের অলিন্দে ভাসে মেঘের আনাগোনা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি