ভুলে থাকা

ভুলে থাকা


দীর্ঘ কিছু হেনস্থা রেখে যাই
দুঃখ বলে আছে কি কিছু
যা আছে সে তো ভুলে থাকা
নেশাখোর সময় আমাকে জড়ায় শুধু

পাহাড় ডাকে এখানেই আয়
আমাকে টানে নদীটির তলপেট 
গাছে গাছে থাকে ঝুলে আমার ইচ্ছেবাড়ি
গুছিয়ে নিই নিজেকে নিরেট উধাও

জানি না কবে কোথায় যাওয়া আসা
সলতেতেই সংলাপ জ্বেলে আঁধার তাড়াই 
দুঃখ রাখি না কিছু এমনই নেশা
অনেক পথ আছে বাকি চলো পা বাড়াই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি