পুকুরটি

পুকুরটি


বর্ষীয়সী পুকুরটি ফোকলা মুখে সরব 
স্বজনদের কথা বলছে বোধহয় 
কেউ নেই আর আশেপাশে 

আদরের মাছেরা কবেই ধরা পড়েছে জালে
সমবেত ব্যাঙের ডাকাডাকিও নামমাত্র
তবে রোদের আঁচ আসে অবাধ

পুকুরঘাট খাঁ খাঁ শূন্যতা টুপটাপ
তরলমনস্কা চাষাবউটি কে জানে কোন ঘাটে
লেদা তালগাছটি পুকুরটির মতোই মনমরা

ভরা বয়সকালে তিরতির জলে
পাড়ের জোয়ান গাছটির চোখ টেপাটিপি
পুকুরটির বয়স তখন সবে উনিশ- কুড়ি

"সেদিন কী আর আছে"- 
দীর্ঘশ্বাসে পুকুরের আদিম চত্বর দিশেহারা
হয়তো পুকুরটির দেহান্তর হলেই কেল্লা ফতে

আয় উদোম ঝাঁপ
আয় চাষাবউ
আয় মাছের ঝাঁক

পুকুরটি স্বপ্ন খুঁটে জল গভীরে

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি