ফসিল হবার আগে

ফসিল হবার আগে


বাজপাখির ধারালো নখে বেচারা মানচিত্র 
উড়নচণ্ডী হাওয়ার দু' গালে অশ্রুর ফেনা
দিশেহারা আমরা তাকিয়ে আছি বিস্ময়
দারুচিনি দ্বীপ সুদূর পরাহত
আকাঙ্ক্ষার বীজ নাভিশ্বাসে মুহুর্মুহু
আমাদের বুকচাপড়ানো 
হাহুতাশ কিংবা তীরন্দাজ ব্যর্থতা
ফুটিফাটা ঘর হারানো মেহফিল
বারুদ বারুদ দীর্ঘশ্বাস
হরদম খুবলে নেয় নখরাঘাত 

মহাশূন্যের এক কিনারায় ফাল্গুনী রাত
আর একটি বাতাবি গাছের নির্ভয় নাচ
নিচুতলার স্বপ্নেরা অনায়াস দর্শক
উপর থেকে ঝরে পড়ছে ক্লোরোফিল
তবুও নেই উদ্দামতা কুড়িয়ে পাওয়া গড়াগড়ি
বাজপাখির নখ এগিয়ে আসছে ক্রমশ
কুঁকড়ে যাওয়া চালচিত্র আর কতদিন

আমাদের চাই এক নদী ফাল্গুনী রাত
আয়ুধ চাই বাতাবি গাছের নির্ভয় নাচ
একদিন মহাশূন্য গিলে নেবেই বাজপাখি নখ 

উড়িয়ে দিই ঝুড়ি ঝুড়ি যন্ত্রণার আর্তনাদ
ফসিল হবার আগেই 
আমরা উচ্চারণ করি বাঁচতে চাওয়া ভাষা
আর নির্ভয় পাখা ছড়াক সবাক মানচিত্র

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি