ভাত উৎসব

ভাত উৎসব

ভাত ফুটছে মাটির হাঁড়িতে
ফুটতে ফুটতে জল মরে গেলে
আবার জল ঢালা...

ভাত ফুটছে তো ফুটছেই-

মাগো, আর কতক্ষণ!

বাপজান স্নান সেরে দাড়ি আঁচড়াচ্ছে।
বুবুজান হলুদ শাড়ি পরে বসে আছে।
আমি তাকিয়ে আছি ফুটন্ত হাঁড়িটির দিকে,
মা কাঠের টুকরো গুঁজে দিচ্ছে চুলোয়।

আজ আমাদের ভাত উৎসব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি