এসো দুর্নিবার ভাষা খুঁজি

এসো দুর্নিবার ভাষা খুঁজি


দুর্নিবার এসো ভাষা খুঁজি সজল 
রাত্রির গুহায় ঝরে পড়ে হিমসন্ধ্যা
মুঠো ভরা গল্পের ক্লান্ত আবেশে টানাটানি
সকল ব্যথা ফানুস নয় জেনো

নিয়তির চালা উড়ে যায় তবুও বাঁচার গান
অনাহুত পাখি আর তেপান্তরের মাঠ
ধেয়ে এসো অবোধ রাখালিয়া বাঁশি
কুলুপ আঁটা মুখের দুয়ার খোলো

নির্জন জ্যোৎস্নায় ভিজেছে কবেই নীলপরী
সোমত্ত অনুরাগ দাহ আজ লেলিহান রেখা
পথভোলা মাঙ্গলিক চাউনি জাগে জোয়ার

ফুরসত যত ডেকে নেবে নদী নিরবধি
লাজুক বুকের মাঝে অমলিন বিরহলিপি

এসো দুর্নিবার ভাষা খুঁজি...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি