কলার ভেলায় গল্প বলছে লখিন্দর

কলার ভেলায় গল্প বলছে লখিন্দর


কলার ভেলায় ভাসছে মধ্যযুগের মৃতদেহ 
এঁটেল মাটির ঘাটের শরীরে শিহরন
পাড়ে দাঁড়িয়ে গেঁয়ো যোগী কিছু কৌতূহল
বর্বরতার মুখে চুনকালি মাখিয়ে 
চোখের বৃষ্টিতে ভিজে যাচ্ছে মনসামঙ্গল
ভেলার পাশে উড়ছে বেহুলার সাদা থান
বুক চাপড়ানো কান্নাকাটি লুফে নিচ্ছে জল

দুপুর গড়িয়ে বিকেল এলো মনখারাপের ঢেউ
ঘাট লাগোয়া কলার ভেলা ছুঁতে চাইছে মেঘ
অস্তাচলে টগবগিয়ে ভেলা যাচ্ছে হেঁইয়ো
সাবাস সাদা থান হেঁইয়ো
সাবাস নারী হেঁইয়ো
সন্ধ্যা হল রাত্রি এলো ভেলার গতি তরতর
শীৎকারে ভরে যাচ্ছে বেহায়া জলসাঘর
কলার ভেলায় মধ্যযুগ
কলার ভেলায় গল্প বলছে লখিন্দর
কলার ভেলায় স্বপ্ন বুনছি
ফিরে আসবে লখিন্দর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি