সময়

সময়


কোনও সকাল বিকেল ডাকে না আর
হা পিত্যেশ বসে আছি কতবেলা
দূরে কোথায় জ্যোৎস্না রাতের হিম গড়াগড়ি

সময় জং ধরা দেহে অপলক
আমাদের সকল চেয়ে থাকা 
আর নাগাড়ে বলে যাওয়া দিনরাতের গল্প
ক্রমশ বোবা হয়

কোনও এক রোদ মাখা দুপুর 
সামনে এসে দাঁড়ায়
আমাদের বসে থাকা আর চেয়ে থাকা
অজস্র সকাল বিকেলের গুঞ্জরণ শোনে
গল্পেরা কথা বলে পরস্পর

আমাদের নিশ্চুপ দহন স্বরলিপি খোঁজে
অনড় সময় ক্রমে জল হয়
চলো আমরা জলের গল্প শুনি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি