ভবিতব্য

ভবিতব্য

অত্যধিক শখ হইয়াছিল আলাদিনকে আমন্ত্রণ করিব।

করিয়াছিলাম।

তিনি আসিয়াছিলেন আমাদের রঙচটা মেঝেতে। অট্টহাসি পর্ব সমাধা করিয়া তাহার প্রদীপ ঘর্ষনজাত দৈত্যপ্রবর হূকুম করিতে আদেশ দিয়াছিলেন। জন্ম- মৃত্যু- শোক কী আমি চাহিতেছি-
লোভে পড়িয়া শেষোক্ত বস্তুটি চাহিয়াছিলাম।
তিনি "শোক" বলিয়াছিলেন ভ্রান্তিবশত আমি শুনিয়াছিলাম " শখ"।
পুনর্বার তদ্রুপ অট্টহাসি-
জন্ম- মৃত্যুর মাঝে তিনি শোক আনয়ন করিলেন।

অতঃপর-
তাহার জ্বলন্ত প্রদীপে পুড়িতে লাগিলাম।
অদ্যাবধি পুড়িতেছি।

শোক - জলধিতে ভাসিতেছে 
শখ আহ্লাদ...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি