আবর্তে ঘুরপাক খায় চরাচর

আবর্তে ঘুরপাক খায় চরাচর


কোথাও কাঁপিয়ে সময় নামে এসে মেঘ
রাতের উদরে লুকোয় দিন
নাচের তালুতে  বাতাসের লুটোপুটি
সেই তো তেমন দেখা প্রলয়ের শরীর
অন্ধকারে চিৎ সাঁতারে তোমার কাছে যাওয়া
আবর্তে মোড়া গুহার দুয়ার খুলে নির্বিশেষ
তোমার ঘুমের পাশে রেখে যাবো
নির্ঘুম রাতের প্রলাপ

কোথাও ডিপ্লোম্যাটিক চোখ ইতস্তত
শুষে নেয় জলের প্রবাহ
ঘামের দাগ মুছে মুড়ে দেয় কাফন
জেগে থাকা তারাটির দিগন্তের খোঁজে আঁকা
শাদা নাকফুল
রক্তের হিমস্রোতে জমাট বাঁধা গুহার ঘুম
অতন্দ্র শ্লোকগুলি আনে ডেকে বৃষ্টি
মুহুর্ত খুলে ফেলে ঘুমের নিদান

আবর্তে ঘুরপাক খায় চরাচর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি