চেতনার প্রহর ছুঁয়ে

চেতনার প্রহর ছুঁয়ে 

                     
চেতনার প্রহর ছুঁয়ে অবচেতন নিহিত সুদূর
ঘ্রাণে মাখি তোমার কবিতার খাতা
উড়ন্ত শব্দের ঝিলমিল জোনাকি ডানা 
আর না জানা প্রহরের চলনবিল খুঁজি
দুরন্ত গায়ে জড়াই তোমার কবিতা ছটা 
সারারাত ঘোরে থাকি সারাদিন চেয়ে থাকা
বেহুঁশ সত্ত্বার কানের অলিন্দে নক্ষত্র গান
পর্যটন কানামাছি হে চিরানন্দ দরবেশ
ভালবাসার পাখা মেলে উধাও মুহুর্মুহু
সারমেয় মার্জার খুনসুটি জাগে অহর্নিশ
নতজানু গাছেরা জানে তোমার প্রণয় ভাষা
অবিরাম মুখর যাপনেও একা হই বড়ো একা
চেতনার প্রহর ছুঁয়ে তোমার কবিতা খাতা...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি