সংলাপে রেখেছি চোখ

সংলাপে রেখেছি চোখ


ডুব সাঁতারে মেতেছি সেই চোখে
ছুঁতে চাওয়া বাহানা মাত্র

নেশায় চুর নোনা স্বাদ
অশ্রুকণা স্বীকৃতি চায় নক্ষত্র গানের
অমরত্ব আঁকে চওড়া সিঁথি

সংলাপ হেঁটে যায় কথার কাঁধ বরাবর
আংটির শুভকামনায় 

আঙুলে আঙুলে বাজে জলতরঙ্গ
অরণ্যের গভীরে গল্পেরা বাসর গড়ে

তোমার চোখে সংলাপ হেঁটে যায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি