ওত পেতে থাকা রাত্রির বুকে নৌকা ভাসাব

ওত পেতে থাকা রাত্রির বুকে নৌকা ভাসাব


পাখির কিচিরমিচির কিছুটা ফ্যাকাশে হতেই
ওত পেতে থাকা রাত্রি নেমে এল
বন বাদাড়ের মাথায় ঢাকা পড়ল কালো চাদর
জলের তলায় শুয়ে পড়ল হাই তোলা মাছেরা
আমাকে ডাকছে এক অদ্ভুত নীরবতা
এক নদী কুয়াশার ভিতর দেখছি সন্ততির মুখ
রোদ বৃষ্টির হাড়গোড় পড়ে আছে রাস্তায়
আলপথে ঘুমে আচ্ছন্ন পদচিহ্ন
জরাজীর্ণ বাড়িটির কার্নিশে ঝুলছে অন্ধকার

বেহিসাবি চোখে রাত্রির অভিসন্ধি দেখছি
প্রলাপের মতো উঠে আসছে প্রাচীন গুহা
আর প্রত্ন কামনার আঁচে সেঁকে নিচ্ছি শরীর
প্রস্তুত সারা হলেই আমরা নৌকা ভাসাব

মন্তব্যসমূহ

  1. চিৎকারে শান দিচ্ছে অজস্র বিদেশ
    খুব ভালো লাগলো কবিতাগুলো ।

    উত্তরমুছুন
  2. অজস্র ধন্যবাদ প্রিয় কবি। আপনার কমেন্ট আমাকে সমৃদ্ধ করবে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি