যত ঘুমঘুম প্রস্তাব

যত ঘুমঘুম প্রস্তাব


ভাতের কথাগুলো নির্ঘুম ছুঁয়ে যায় প্রহর
আজগুবি বলে হয় কি কিছুই
অন্তত এই বেলা খাল বিল ছেঁচা
গোঙানির স্বরলিপি অনন্ত ভাস্কর্যের পাখা
হরদম পাখা মেলে টুঁটিটেপা দাগ 
তুমিও যেমন ফর্দলেখা তেজারতি মোহ
আমাকে জড়াও নিভে যাওয়া ছয়লাপ 
নদী নদী কনসার্ট চাতাল হয়
বেদনার খই ফোটা গান লুফে নেয় বাস্তুঘুঘু
আমরা খুঁজে ফিরি
মুদ্রার এপিঠ ওপিঠ
রাতের ভেতর আর এক রাতের বিয়েন কাঠি
নীরব উল্লাসে সাজে জরাসন্ধ ভোর
ভাতের কথাগুলো রেখে যাই
তুলে রাখি আপাতত ঘুমঘুম প্রস্তাব
সাঁতার কঠিন কি তেমন
মেঘবৃষ্টি ললাট.....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সম্পর্ক

স্বগতোক্তি